প্রাইমারি শিক্ষক নিয়োগ সেরা প্রস্তুতি নিতে হলে পুরাতন প্রশ্ন রিভিশনের কোনো বিকল্প নেই। তাই আমরা আপনার প্রস্তুতি অংশ হিসেবে প্রকাশ করছি প্রাইমারীতে আসা যত পুরনো প্রশ্ন ও উত্তর ধারাবাহিক ভাবে। আজকে থাকছে তার ৬ষ্ঠ পর্ব । পুরনো পর্ব গুলো পোস্টের নিচে পেয়ে যাবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪)
তারিখ ২৬.০৫.২০১৮ বিষয় বাংলা
১. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ক. ড্যাস খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. দাঁড়ি।
উত্তরঃ দাঁড়ি।
২. ‘কৈশর’ (কৈশোর) শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ কিশোর + ষ্ণ
৩. সন্ধি বিচ্ছেদ করুন : ‘ক্ষুৎপিপাসাৎ’
উত্তরঃ ক্ষুধ্ + পিপাসা
৪. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর’ – কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
৫. ’সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ – কার লেখা?
উত্তরঃ চণ্ডীদাস।
৬. ‘লাজওয়াব’ শব্দটির ‘লা’ কোন ধরণের উপসর্গ?
উত্তরঃ আরবি উপসর্গ।
৭. ‘রাবণের চিতা’ বাগধারাটি অর্থ কী?
উত্তরঃ চির অশান্তি।
৮. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
উত্তরঃ সব্যসাচী।
৯. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’ – বাক্যটি কোন কালের?
উত্তরঃ পুরাঘটিত বর্তমান।
১০. নিচের কোনটি শুদ্ধ বানান নির্দেশ করুন
ক. বুদ্ধিজিবি খ. বুদ্ধিজীবী গ. বুদ্ধিজীবি ঘ. বুদ্ধিজিবী
উত্তরঃ বুদ্ধিজীবী।
১১. ’এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ – পঙক্তিটির রচয়িতা কে?
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।
১২. ‘আগুনের পরশমনি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
উত্তরঃ মুক্তিযুদ্ধ।
১৩. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়?
ক. বেতার খ. বিড়ালচোখী গ. মেনিমুখো ঘ. হাতেখড়ি।
উত্তরঃ বেতার।
১৪. ‘যা দীপ্তি পাচ্ছে’ – এক কথায় প্রকাশ করুন
উত্তরঃ দেদীপ্যমান।
১৫. ‘কপোল’ এর প্রতিশব্দ কী?
উত্তরঃ গাল।
১৬. ‘সন্ন্যাসী’ – এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ গৃহী।
১৭. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
ক. উ খ. আ গ. ঔ ঘ. উ
উত্তরঃ ঔ
১৮. সন্ধি বিচ্ছেদ করুন – ‘কথাচ্ছলে’
উত্তরঃ কথা + ছলে।
১৯. ‘ডাক্তার ডাক’ বাক্যটিতে ‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মকারকে শূণ্য বিভক্তি।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪)
তারিখ ১১.০৫.২০১৮ বিষয়ঃ বাংলা।
২০. ‘লম্ফ প্রদান করিল’ এর চলিত রুপ কোনটি?
উত্তরঃ লাফ দিল।
২১. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
২২. ’মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মনস + ঈসা
২৩. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ময়মনসিংহের স্থানটির নাম কি?
উত্তরঃ দরিরাম পুর।
২৪. ‘বৃক্ষ’ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তরঃ বনানী।
২৫. ‘ধীমান’ শব্দটির অর্থ কি?
উত্তরঃ বুদ্ধিমান।
২৬. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ পার্থক্য।
২৭. সারাংশের কোনটির প্রয়োজন নেই?
উত্তরঃ অলঙ্কার।
২৮. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা খ. শুকনো গ. পড়িল ঘ. সহিত
উত্তরঃ শুকনো।
২৯. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উত্তরঃ কমা।
৩০. ‘অনীল বাগচির একদিন’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ুন আহমেদ।
৩১. কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
উত্তরঃ মানুষ।
৩২. ‘কর্মে যার ক্লান্তি নাই’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কী?
উত্তরঃ অক্লান্তকর্মী।
৩৩. ‘হাড় হাভাতে’ – বাগধারাটির অর্থ কোনটি?
উত্তরঃ হতভাগ্য।
৩৪. ’কপোত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ কবুতর।
৩৫. সংযোগজ্ঞাপন সর্বনাম কোনটি?
ক. কিছু খ. স্বয়ং গ. যে ঘ. তাবৎ
উত্তরঃ যে
৩৬. ‘যার আগমনের কোন তিথি নেই’ তাকে বলা হয় –
উত্তরঃ অতিথি।
৩৭. কোন বানানটি সঠিক?
ক. ষাণ্মাসিক খ. সান্মাসিক গ. ষাণ্ণাসিক ঘ. ষান্মাসিক।
উত্তরঃ ষাণ্মাসিক।
৩৮. কোনটি সঠিক বানান?
ক. নিশীথিনী খ. নিশিথিনি গ. নিশিথিনী ঘ. নীশিথিনী
উত্তরঃ নিশীথিনী।
৩৯. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ প্রত্যয়।
আরো পড়ুন পঞ্চম পর্ব প্রথম পর্ব
বেলা ফুরাবার আগে পিডিএফ ডাউনলোড,