প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৪র্থ ধাপ) ২০১৯
সেট নম্বর ৮৪৩৩ তারিখ ২৮.০৬.২০১৯
বাংলা
১. ’আকাশে চাঁদ উঠেছে’ এখানে ‘আকাশ’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে সপ্তমী।
২. ‘কাজল কালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ কাজলের ন্যায় কালো।
৩. ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
৪. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
উত্তরঃ সম্মুখ-স্বরধ্বনি।
৫. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ দিক।
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. রীতিনীতি খ. রীতিনিতি গ. রিতীনীতি ঘ. রিতীনিতী
উত্তরঃ রীতিনীতি।
৭. ‘ঢেউ এর প্রতিশব্দ কোনটি?
ক. তটিনী খ. বীচি গ. বারিধি ঘ. উর্মি
উত্তরঃ বীচি।
৮. বিনা যত্নে উৎপন্ন হয় যা – এর বাক্য সংকোচন কি?
উত্তরঃ অযত্নসম্ভূত।
৯. কোনটি শুদ্ধ বাক্য?
ক. তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
খ. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
গ. তার সৌজন্যে আামি সুযোগটি পেয়েছি।
ঘ. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান?
উত্তরঃ ৫২
১১. তালব্য বর্ণ কোনগুলো?
(ক) খ, উ, ম, ল (খ) ব, ড়, ঢ়, ভ (গ) স, ও, ঘ, ত (ঘ) ই, জ, ঞ, য়
উত্তরঃ ই, জ, ঞ, য়
১২. ‘Black and Blue’ এর অর্থ কী?
উত্তরঃ উত্তম মাধ্যম।
১৩. সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ ক?
উত্তরঃ সম + লাপ।
১৪. ‘গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই’ – এ বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ মিথ্যা শোক।
১৫. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক।
১৬. কোনটি তদ্ভব শব্দ?
ক. সূর্য খ. চাঁদ গ. চন্দ্র ঘ. গগন
উত্তরঃ চাঁদ।
১৭. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
উত্তরঃ কমা।
১৮. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অব খ. অতি গ. ইতি ঘ. পরি।
উত্তরঃ ইতি।
১৯. কোন বানানটি শুদ্ধ?
ক. কনিষ্ঠ খ. কণিষ্ঠ গ. কনিষ্ট ঘ. কণিষ্ট
উত্তরঃ কনিষ্ঠ।
২০. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছে’ – এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া?
উত্তরঃ প্রযোজক।
২১. কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক. চালবাজ খ. কানকাটা গ. বেআক্কেল ঘ. দিগগঞ্জ
উত্তরঃ চালবাজ।
এরই মাঝে ২০১৯ সালে আসা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সমস্ত প্রশ্ন আপনি শেষ করে ফেললেন। এখন থেকে ২০১৮ সালে আসা প্রশ্ন সমূহ দেওয়া হবে। এভাবে বাংলা পর্ব শেষ হওয়ার পর ইংরেজীসহ অন্যান্য বিষয়গুলোর প্রশ্ন ও উত্তর দেওয়া হবে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮
এই পরীক্ষাটির বিজ্ঞপ্তি আসে ২০১৪ সালে এবং পরবর্তীতে স্থগিত হয় এবং সেটি ২০১৮ সালে অনুষ্ঠিত হয়।
২২. চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম?
উত্তরঃ নির্মলেন্দু গুণ।
২৩. লোকসাহিত্য কাকে বলে?
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে।
২৪. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না. তাকে বলে –
উত্তরঃ ক্ষণপ্রভা।
২৫. ’সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্ + বিধান।
২৬. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিবো কোথা’ এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে সপ্তমী।
২৭. ‘সব ঝিনুকে মু্ক্তা মেলে না’ এই বাক্যে ‘ঝিনুকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদানে সপ্তমী।
২৮. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
উত্তরঃ ক্ষুদ্রার্থে।
২৯. ‘সার্বভৌম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সর্বভূমি + ষ্ণ
৩০. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?
উত্তরঃ গামছা।
৩১. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহারণ দেওয়া হয়েছে?
ক. তাকে গ্রামে যেতে হবে খ. আমার যাওয়া হবে না
গ. সে গ্রামে যাবে ঘ. ছুটি হলে ঘণ্টা বাজে
উত্তরঃ আমার যাওয়া হবে না।
৩২. শুদ্ধ বানান কোনটি?
ক. ভবিষ্যৎ খ. দীর্ঘজীবি গ. সমীচিন ঘ. আশির্বাদ
উত্তরঃ ভবিষ্যৎ
৩৩. বাড়ি থেকে নদী দেখা যায় – কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে পঞ্চমী।
৩৪. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
৩৫. ‘শ্বশ্রু’ এর অর্থ কী?
উত্তরঃ দাড়িগোঁফ।
৩৬. ‘এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি/ রাজার হস্ত করে সমস্ত কাাঙালের ধন চুরি’ চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ –
উত্তরঃ দুই বিঘা জমি।
৩৭. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে –
উত্তরঃ পুরাঘটিত বর্তমান।
৩৮. মন না মতি’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অস্থির মানব মন।
৩৯. ‘ব্যাষ্টি’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরঃ সমষ্টি।
আরো পড়ুন