Close

October 30, 2020

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্ব ১

সম্প্রতি প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের এক সুবিশাল গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ ধরণের বিশাল গণ বিজ্ঞপ্তি খুবই কম আসে। তাই এই বিজ্ঞপ্তি নিয়ে সবার মাঝেই ব্যাপক প্রস্তুতি দেখা যায়। এই প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকে প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পূর্বে আসা সমস্ত প্রশ্নের উপর দক্ষতা থাকা। তাই আপনাদের এ প্রস্তুতি আরো অর্থপূর্ণ করতে আমাদের নতুন আয়োজন পর্ব আকারে প্রাথমিক ও প্রাক প্রাথমিকের পূর্বের নিয়োগ সমূহে আসা প্রশ্ন রিভিশন। আপনারা অনেকেই জানেন প্রশ্ন ফাঁস এড়াতে জেলা এবং উপজেলা পর্যায়েও পরীক্ষা হয়ে থাকে। তার সবগুলো নিয়েই আমরা ধারাবাহিক আলোচনা করবো। আর নিয়োগ সহায়িকাগুলোতে বিচ্ছিন্নভাবে এসব দেওয়া থাকে। অর্থ্যাৎ ১ নম্বরে বাংলা থাকলে ৫ এর আবার বাংলা ২, ৩, ৪ নাম্বারে ইংরেজী বা গণিত থাকে। এভাবে পড়া শেষ করাও কঠিন। তাই আমরা ধারাবাহিক ভাবে শুধু বাংলা, শুধু ইংরেজী ও শুধু গণিত নিয়ে আলোচনা করবো। তাই আমাদের সঙ্গেই থাকুন। আজ প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্ব ১

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ primary assistant teacher exam preparation

২৪/০৫/২০১৯

১. ’সমাস’ শব্দের অর্থ কী?

উত্তরঃ সংক্ষেপণ।

২. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

 উত্তরঃ ঋ, র

৩. ’গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ গৈ + অক।

৪. শুদ্ধ বানান কোনটি?

 উত্তরঃ মুমূর্ষু।

৫. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

 উত্তরঃ প্রশ্নচিহ্ন।

৬. চাউল, চিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য?

 উত্তরঃ বস্তুবাচক।

৭. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে –

 উত্তরঃ মিশ্র বাক্য।

৮. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

 উত্তরঃ তিন প্রকার।

৯. ‘উলুখাগড়া’ শব্দটির অর্থ কি?

 উত্তরঃ গুরুত্বহীন লোক।

১০. কষ্টে লাভ হয় যা –

 উত্তরঃদুর্লভ।

১১. জন্মহীন মৃত্যুহীন –

 উত্তরঃ অজ।

১২. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কি?

 উত্তরঃ হিসাব নিকাশ।

১৩. ‘আগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

 উত্তরঃ অগ্নি + এয়।

১৪. ‘শর্বরী’ শব্দের বিপরীত শব্দ কি?

 উত্তরঃ দিবস।

১৫. ‘দেশে বিদেশে’র লেখক কে?

 উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

১৬. ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ গো + এষণা।

১৭. “The Spirit of Islam” বইটির লেখক কে?

 উত্তরঃ সৈয়দ আমীর আলী।

১৮. ’পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে –

 উত্তরঃ সরণি।

১৯. কোনটি প্রাদি সমাসের উদাহারণ?

 উত্তরঃ প্রগতি।

২০. শুদ্ধ বানান কোনটি?

 উত্তরঃ বিভীষিকা।

২১. ’সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?

 উত্তরঃ বাংলা।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯

৩১/০৫/২০১৯

২২. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?

 উত্তরঃ ১০ টি।

২৩. শুদ্ধ বানান কোনটি?

 উত্তরঃ সমীচীন।

২৪. ‘রবীন্দ্র’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ রবি + ইন্দ্র।

২৫. বিরাম চিহ্নের অপর নাম কী?

 উত্তরঃ ছেদ চিহ্ন।

২৬. ইতিহাস রচনা করেন যিনি –

উত্তরঃ ঐতিহাসিক।

২৭. কোনটি শুদ্ধ বাক্য?

 উত্তরঃ আমার বড় দুরবস্থা।

২৮. ‘অক্ষীর সমীপে’র সংক্ষেপ হল –

 উত্তরঃ সমক্ষ।

২৯. ‘অলীক’ এর বিপরীত শব্দ হল –

 উত্তরঃ সত্য।

৩০. ‘আমি’ ‘আমরা’ – এগুলো কোন সর্বনাম পদ?

 উত্তরঃ ব্যক্তিবাচক।

৩১. ভাষার মূল উপকরণ কী?

 উত্তরঃ বাক্য।

৩২. শুদ্ধ বানান কোনটি?

 উত্তরঃ আসক্তি।

৩৩. ‘ষোড়শ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ ষট্ + দশ

৩৪. নিত্য সমাসের উদাহারণ কোনটি?

 উত্তরঃ দেশান্তর।

৩৫. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?

 উত্তরঃ জীবনানন্দ দাশ।

৩৬. ‘দিন যায় কথা থাকে’ এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

 উত্তরঃ অতিবাহিত।

৩৭. ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

 উত্তরঃ কুসুম + ইভ।

৩৮. ’কিরণ’ এর সমার্থক নয়-

 উত্তরঃ রবি।

৩৯. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ সমাস?

 উত্তরঃ সমার্থে।

৪০. ‘তাসের ঘর’ অর্থ কী?

 উত্তরঃ ক্ষণস্থায়ী।

৪১. ‘অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে’ “অঘা’ ও ‘অজ’ কোন ধরণের উপসর্গ?

 উত্তরঃ খাঁটি বাংলা।

আরো পড়ুন

প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২য় পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: