আরাকানে সপ্তদশ শতকে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। আরাকানের অধিবাসীরা বাংলাদেশে মগ নামে পরিচিত। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাঙ্গ বা রোসাং নামে পরিচিত। আরাকানে বাংলা ও ভিন্ন ভাষাভাষী সবাই সাহিত্য রচনায় রাজার আনুকূল্য পেয়েছিল। তাই সব মিলিয়ে সাহিত্য রচনা নতুন এক মাত্রা লাভ করে। আরাকান রাজসভার কবিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করীম খন্দকার, শমশের আলী।
দৌলত কাজী (১৬০০ – ১৬৩৮)
দৌলত কাজী আরাকান রাজ সভার আদি কবি এবং প্রথম বাঙ্গালী কবি। তিনি লৌকিক কাহিনীর আদি রচয়িতা। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ হল ‘সতী ময়না ও লোর চন্দ্রানী’।
কোরেস মাগন ঠাকুরঃ
মাগন ঠাকুর রোসাঙ্গরাজের প্রধানমন্ত্রি ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চন্দ্রাবতী’। তিনি আরাকান রাজসভার আরেক শ্রেষ্ঠ কবি আলাওলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিখ্যাত হয়ে আছেন।
আলাওল (১৬০৭ – ১৬৮০)
আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি তথা পুরো মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি। আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ রচনা হল ‘পদ্মাবতী’। আলাওল কে মহাকবি বলা হয়।
বিসিএস, প্রিলি সহ চাকরির পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
উত্তরঃ দৌলত কাজী।
২. কোন দু’জন আরাকান রাজসভার কবি?
উত্তরঃ মহাকবি আলাওল ও দৌলত কাজী।
৩. আরাকান রাজসভার প্রথম বাঙালী কবি কে?
উত্তরঃ দৌলত কাজী।
৪. আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ সপ্তদশ শতক।
৫. তাম্বুল রাতুল হইল অধর পরশে’ লাইনটির রচয়িতা কে?
উত্তরঃ আলাওল।
৬. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন?
উত্তরঃ আলাওল।
৭. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
উত্তরঃ আলাওল।
৮. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
উত্তরঃ আরাকান রাজসভার।
৯. কবি আলাওলের জন্মস্থান কোথায়?
উত্তরঃ চট্টগ্রামের জোবরা।
১০. কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন?
উত্তরঃ রোসাঙ্গ।
১১. কবি আলাওলের প্রথম রচনা কোনটি?
উত্তরঃ পদ্মাবতী।
১২. কবি আলাওলের সময়কাল কত?
উত্তরঃ সপ্তদশ শতক।
১৩. নসীরানামা কাব্যগ্রন্থটি কার রচনা?
উত্তরঃ কবি মরদন।
১৪. মহাকবি আলাওল কোন যুগের কবি?
উত্তরঃ মধ্যযুগের।
১৫. সতীময়না ও লোরচনদ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তরঃ দৌলত কাজী।
১৬. বারমাস্যা কাকে বলে?
উত্তরঃ নায়িকার বার মাসের সুখ-দুঃখের বর্ণনা।
১৭. চন্দ্রাবতী কি?
উত্তরঃকাব্য।
১৮. তাম্বুল রাতুল হইল অধর পরশে – কথাটির অর্থ কি?
উত্তরঃ ঠোঁটের পরশে পান লাল হল।
১৯. নিচের কোন জন মধ্য যুগের কবি নন?
ক. কায়কোবাদ খ. আলাওল গ. মাগন ঠাকুর ঘ. জ্ঞান দাস
উত্তরঃ কায়কোবাদ (তিনি আধুনিক যুগের কবি)।
২০. তাম্বুল অর্থ কি?
উত্তরঃ পান।
২১. পদ্মাবতী কাব্যখানা আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
উত্তরঃ হিন্দি।
২২. পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক কে?
উত্তরঃ আলাওল।
২৩. পদ্মাবতী একটি-
উত্তরঃ অনুবাদ গ্রন্থ।
২৪. আলাওলের ’তোহফা’ কোন ধরণের কাব্য?
উত্তরঃ নীতি কাব্য।
২৫. কোন কাব্যগ্রন্থ টি একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান?
উত্তরঃ আলাওল।
২৬. ’মধুমালতী’ কাব্যগ্রন্থের কবি হলেন কে?
উত্তরঃ সৈয়দ হামজা।