ছদ্মনাম | প্রকৃতনাম | ছদ্মনাম | প্রকৃতনাম |
মোহাম্মদ জহিরুল্লাহ | জহির রায়হান | বীরবল | প্রমথ চৌধুরী |
গাজী মিয়া | মীর মশাররফ হোসেন | সুনন্দ | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
সনাতন পাঠক | সুনীল গঙ্গোপাধ্যায় | নীললোহিত | সুনীল গঙ্গোপাধ্যায় |
দাদাভাই | রোকনুজ্জামান খান | জরাসন্ধ | চারুচন্দ্র চক্রবর্তী |
অনন্ত বড়ু | বড়ু চন্ডীদাস | অনীলা দেবী | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
বনফুল | বলাইচাঁদ মুখোপাধ্যায় | প্রবোধ কুমার | মানিক বন্দোপাধ্যায় |
কালকূট | সমরেশ বসু | টিমোথি পেনপোয়েম | মাইকেল মধুসূদন দত্ত |
দৃষ্টিহীন | মধুসূদন মজুমদার | যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
মৌমাছি | বিমল ঘোষ | হুতোম প্যাঁচা | কালীপ্রসন্ন সিংহ |
অবধূত | স্বামী কালিকানন্দ | কাজেম আল কোরেশী | কায়কোবাদ |
ধূমকেতু | কাজী নজরুল ইসলাম | টেকচাঁদ ঠাকুর | প্যারীচাঁদ মিত্র |
ভানুসিংহ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর | অশোক সৈয়দ | আবদুল মান্নান সৈয়দ |
মৈনাক | শামসুর রাহমান | পরশুরাম | রাজশেখর বসু |
শমসের উল আজাদ | আবুল ফজল | নীহারিকা দেবী | অচিন্ত্যকুমার সেনগুপ্ত |
শেখ আজিজুর রহমান | শওকত ওসমান | বানভট্ট | নীহারঞ্জন গুপ্ত |
বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম ও প্রকৃতনাম
১. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উত্তরঃ নীললোহিত।
২. ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৩. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
উত্তরঃ গাজী মিয়া।
৪. টিমোথি পেনপয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে?
উত্তরঃ মধুসূদন দত্ত।
৫. জরাসন্ধ কার ছদ্মনাম?
উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী।
৬. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন কি?
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায়।
৭. নীললোহিত কার ছদ্মনাম?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
৮. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উত্তরঃ বনফুল।
৯. ‘কালকূট’ কোন লেখকের ছদ্মনাম?
উত্তরঃ সমরেশ বসু।
১০. যে বইতে যাযাবর বলেছেন – “আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ” তার নাম কি?
উত্তরঃ দৃষ্টিপাত।
১১. ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
১২. ‘সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
১৩. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
উত্তরঃ সমারেশ বসু – কালকূট।
১৪. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
উত্তরঃ মধুসূদন মজুমদার।
১৫. ‘টেকচাঁদ ঠাকুর’ কার ছদ্মনাম?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র।
১৬. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি?
উত্তরঃ যাযাবর।
১৭. ‘দাদা ভাই’র আসল নাম কি?
উত্তরঃ রোকনুজ্জামান খান।
১৮. বাংলা সাহিত্যে ‘গাজী মিয়া’ কে?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।
১৯. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃ হুতোম প্যাঁচা।
২০. রবীন্দ্রনাম ঠাকুরের ছদ্মনাম হলো –
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর।
২১. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
উত্তরঃ আবদুল মান্নান সৈয়দ।
২২. ’হুতোম প্যাচাঁ কার ছদ্মনাম?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।
২৩. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪. ‘মৈনাক’ কার ছদ্মনাম?
উত্তরঃ শামসুর রাহমান।
২৫. প্রখ্রাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হল –
উত্তরঃ শেখ আজিজুর রহমান।
২৬. কবি কায়কোবাদের আসল নাম কি?
উত্তরঃ কাজেম আল কোরেশী।
২৭. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
উত্তরঃ বীরবল।
২৮. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
উত্তরঃ রাজশেখর বসু।
২৯. ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৩০. নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম?
উত্তরঃ অনিলা দেবী।
৩১. ‘ধূমকেতু’ কোন কবির ছদ্মনাম?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৩২. প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
৩৩. ’বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম –
উত্তরঃ প্রমথ চৌধুরি।