Ministry of Defence Job Circular 2020
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োেগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঢাকা সেনানিবাস, ঢাকা www.dmlc.gov.bd
নিয়োেগ বিজ্ঞপ্তি
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ও এর আওতাভূক্ত এমইও অফিস সমূহের রাজস্বখাতভুক্ত ১৪-২০ নং গ্রেডের নিমবর্ণিত স্থায়ী শূণ্য পদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে;
আবেদনের শেষ সময় : ২৯-১০-২০২০ খ্রিস্টাব্দ বিকাল ০৫.০০ টা
Ministry of Defence Job Circular 2020
পদের নাম: সার্জেয়ার ড্রাপটসম্যান
পদসংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা:
কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা-ইন সার্ভে উত্তীর্ণ
বেতন স্কেল: গ্রেড – ১৪ (১০,২০০-২৪,৬৮০/-)।
পদের নাম: অফিস সহকারী কাম-কমিাপউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- কোনাে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পােজে প্রতি মিনিটে গতিঃ বাংলা-২০ শব্দ, ইংরেজি-২০ শব্দ;
বেতন স্কেল: গ্রেড – ১৬ (৯,৩০০-২২,৪৯০/-)।
পদের নাম: চেইনম্যান
পদসংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
- কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ০১(এক) বৎসর মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্সে উত্তীর্ণ;
বেতন স্কেল: গ্রেড – ১৭ (৯,০০০-২২,৮০০/-)।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা:
- কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
বেতন স্কেল: গ্রেড – ২০ (৮,২৫০-২০,০২০/-)।
Ministry of Defence Job Circular 2020
শর্তাবলী:
প্রার্থীর বয়স ২৯-১০-২০২০ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযােদ্ধার/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এভিডেভিট গ্রহণযােগ্য নয়। বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন এমইও দপ্তরসমূহে রাজস্ব খাতভূক্ত পদে কমপক্ষে ০২ (দুই) বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত-কে বুঝাবে।
Ministry of Defence Job Circular 2020
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://dmlc.teletalk.com.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
Ministry of Defence Job Circular 2020 – সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োেগ বিজ্ঞপ্তি
