বাংলাদেশ ব্যাংকে ৬১ জনের নতুন চাকরির বিজ্ঞপ্তি – Bangladesh Bank New Job Circular 2020
বাংলাদেশ ব্যাংকে নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
আবেদন শুরুর সময় : ০১ সেপ্টম্বর ২০২০ তারিখ দুপুর ১২:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ২৪ অক্টোবর ২০২০ তারিখ রাত ১২:০০ টায় শেষ হবে।
বাংলাদেশ ব্যাংকে ৬১ জনের নতুন চাকরির বিজ্ঞপ্তি – Bangladesh Bank New Job Circular 2020
পদের নাম: অফিসার(এক্স ক্যাডার-নার্স) (পদসংখ্যা: ৭ টি)
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক/ স্বীকৃত নার্সিং ইনষ্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি।
- বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক নিবন্ধিত হতে হবে।
- শিক্ষাজীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল: গ্রেড-২০১৫
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর(জেনারেল) (পদসংখ্যা: ৫০ টি)
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
- শিক্ষাজীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
- কম্পিউটার-এ বাংলা/ইংরেজি টাইপিং, ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও পাওয়ার পয়েন্ট বিষয়ক ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।
পদের নাম: কম্পিউটার গ্রাফিক্স অপারেটর (পদসংখ্যা: ০৪ টি)
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি।
- শিক্ষাজীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
- কম্পিউটার গ্রাফিক্স-এ ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।
গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে শিম/শা:১১/৫-১(অংশ)/৫৮২ ও শিম/শা:১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণী নির্ধারিত হবে।
মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর(জেনারেল)’ ও কম্পিউটার গ্রাফিক্স অপারেটর পদে বরিশাল, ঝালকাঠি, নড়াইল ও রাজশাহী জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে, মুক্তিযােদ্ধার সন্তাননাতিনাতনি এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে (erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকে ৬১ জনের নতুন চাকরির বিজ্ঞপ্তি – Bangladesh Bank New Job Circular 2020
