মানিক বন্দোপাধ্যায় বাংলা সহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। এই পোস্টে পাবেন তার জীবনী, সাহিত্যকর্ম ও চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নোত্তর।
![]() |
life-and-works-of-manik-bandopadhyay |
১৯০৮ সালের ১৯মে মানিক বন্দোপাধ্যায় ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। যার বর্তমান নাম হচ্ছে ঝাড়খন্ড রাজ্যের দুমকা শহরে। তার পৈত্রিক নিবাস ঢাকার বিক্রমপুরে। পিতা নাম দিয়েছিলেন প্রবোধকুমার আর ডাক নাম মানিক। তিনি প্রথমে ফ্রয়েডীয় মতবাদের বিশ্বাসী ছিলেন তবে পরবর্তীতে মার্কসবাদ দ্বারা প্রভাবিত হন। তার মৃগী রোগ ছিল। ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্মঃ
উপন্যাসঃ তিনি বেশ কিছু বিখ্যাত উপন্যাস লিখেছেন। তার মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় হল ‘পদ্মা নদীর মাঝি’। উপন্যাসটি জেলেদের জীবন নিয়ে রচিত। এছাড়া তিনি ‘জননী, পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য নামক বেশ কিছু উপন্যাসের রচয়িতা।
ছোটগল্পঃ প্রাগৈতিহাসিক, তৈলচিত্রের ভূত, সরীসৃপ, আজ কাল পরশুর গল্প, আত্মহত্যার অধিকার, ছোট বকুলপুরের যাত্রী নামক বেশ কিছু ছোটগল্প লিখেছেন মানিক বন্দোপাধ্যায়।
বিসিএস, প্রিলি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১. পুতুল নাচের ইতিকথা কার রচনা?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়
২. পুতুল নাচের ইতিকথা কি?
উত্তরঃ উপন্যাস।
৩.’কপিলা’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ পদ্মা নদীর মাঝি।
৪.’পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি?
উত্তরঃ যুগী।
৫. পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি?
উত্তরঃ কুবের।
৬. পদ্মা নদীর মাঝি কি ধরণের রচনা?
উত্তরঃ উপন্যাস।
৭. শশী ও কুমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র?
উত্তরঃ পুতুল নাচের ইতিকথা।
৮. মানিক বন্দোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচিত্রের নাম কি?
উত্তরঃ জাগো হুয়া সাভেরা।
৯. পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হল-
উত্তরঃ জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।
১০. মানিক বন্দোপাধ্যায় এর রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল কত?
উত্তরঃ ১৯৩৬
১১. মানিক বন্দোপাধ্যায় কোন ইজম দ্বারা প্রভাবিত?
উত্তরঃ মার্কসিজম।
১২. পদ্মা নদীর মাঝি উপন্যাস টি কার লেখা?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
১৩. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
১৪. ’ভিখু ও পাচী’ চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
১৫. তৈলচিত্রের ভূত’ গল্পে প্রাধান্য পেয়েছে-
উত্তরঃ বিজ্ঞান বুদ্ধি।
১৭. ‘আত্বহত্যার অধিকার’ কার লেখা?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
১৮. ‘দিবারাত্রির উপন্যাস কার লেখা?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
১৯. ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।
২০. মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ক. জননী খ. ময়ূরকণ্ঠী গ. রাতের সমুদ্র ঘ. অরণ্যের সুর
উত্তরঃ জননী।
আরো পড়ুনঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জীবনী, সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
COMMENTS