শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে ১৯১৭ সালের ২ জানুয়ারি জন্ম - নাম শেখ আজিজুর রহমান। ‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ কি?
![]() |
life-and-work-of-shawkat-osman |
শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে ১৯১৭ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি মূলত একজন কথা সাহিত্যিক। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে। শওকত ওসমান বাংলা একাডেমী পুরষ্কার পান ১৯৬২ সালে, একুশে পদক পান ১৯৮৩ সালে, স্বাধীনতা পুরষ্কার পান ১৯৯৭ সালে।
সাহিত্যকর্মঃ
উপন্যাসঃ শওকত ওসমান এর রচিত প্রথম উপন্যাস হল ‘জননী’। এছাড়ার তার গুরুত্বপূর্ণ উপন্যাস হল ‘ক্রীতদাসের হাসি’। এই উপন্যাসটির জন্য তিনি আদমজি সাহিত্য পুরষ্কার পান। আরব্য রজনীর গল্পগুলোর সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন। সে আরব্য রজনীর সর্বশেষ গল্প হল ‘জাহাকুল আবদ’ যার বাংলা অর্থ ক্রীতদাসের হাসি। গল্পটি মূলত রাজার এত কিছুর থাকা সত্ত্বেও মুখে হাসি নেই অথচ ক্রীতদাসের কিছু নেই তারপরও তার মুখে হাসি কেন এ নিয়ে।
এছাড়ার তার কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস হল বনি আদম, রাজা উপাখ্যান, চৌরসন্ধি, পতঙ্গ পিঞ্জর ইত্যাদি।
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসঃ শওকত ওসমান মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। তার বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসও রয়েছে। যেমন, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাংগী, নেকড়ে অণ্য।
প্রবন্ধঃ তার রচিত একমাত্র প্রবন্ধ হল সংস্কৃতির চড়াই উৎরাই।
নাটকঃ শওকত ওসমান রচিত বেশ কয়েকটি নাটক রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল আমলার মামলা, কাঁকর মণি, বাগদাদের কবি, তস্কর লস্কর।
গল্পঃ শওকত ওসমান রচিত গল্পগুলো হল পিজরাপোল, জন্ম যদি তব বঙ্গে (গল্পটি মুক্তিযুদ্ধ ভিত্তিক), ঈশ্বরের প্রতিদ্বন্দী (এই গল্পটির জন্য তিনি ফিলিপস পুরষ্কার প্রাপ্ত হন ১৯৯১ সালে।)
শিশুতোষঃ শওকত ওসমান রচিত শিশুতোষ গল্প হল ওটেন সাহেবের বাংলো।
সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ রয়েছে। বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য।
বিসিএস, প্রিলি, প্রিলি প্রস্তুতি ও বিভিন্ন চাকরির পরীক্ষার আসা বা আসার মত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ
১. কোনটি প্রতীকধর্মী উপন্যাস?
উত্তরঃ ক্রীতদাসের হাসি।
২. ‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ গোলাম/ ক্রীতদাসের হাসি।
৩. ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
উত্তরঃ শওকত ওসমান।
৪. শওকত ওসমানের রচনা কোনটি?
ক. উত্তম পুরুষ খ. শেষ রজনীর চাঁদ গ. জননী ঘ. চেীচির
উত্তরঃ জননী।
৫.’আমলার মামলা’ নাটকটি লিখেছেন কে?
উত্তরঃ শওকত ওসমান ।
৬. ‘কাকরমণি’ নাটকটি কে লিখেছেন?
উত্তরঃ শওকত ওসমান
৭. ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমান এর কোন ধরণের রচনা?
উত্তরঃ উপন্যাস।
৮.’ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ শওকত ওসমান
৯. শওকত ওসমান আদমজী পুরষ্কার লাভ করেন কোন উপন্যাস এর জন্য?
উত্তরঃ ক্রীতদাসের হাসি।
১০. জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমানের লেখা কি?
উত্তরঃ উপন্যাস।
১১. কোনটি শওকত ওসমান রচিত?
ক. চৌচির খ. সত্যমিথ্যা গ.পদ্মা মেঘনা যমুনা ঘ. ক্রীতদাসের হাসি।
উত্তরঃ ক্রীতদাসের হাসি।
১২. কোনটি শওকত ওসমান এর রচিত নয়?
ক. চৌরসন্ধি খ. ক্রীতদাসের হাসি গ. ভেজাল ঘ. বনি আদম
উত্তরঃ ভেজাল।
১৩. শওকত ওসমানের রচনা কোনটি?
ক. পিঙ্গল আকাশ খ. আমলার মামলা গ. জন অরণ্য ঘ. উত্তরাধিকার
উত্তরঃ আমলার মামলা।
পোস্টটি আপনার উপকারে আসলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
How to Play Casino: Easy Guide to playing slots on
ReplyDeleteCasino games are played by 4 players, the average time they take ventureberg.com/ turns is around 14:20. The sol.edu.kg house worrione is งานออนไลน์ divided 토토 into three distinct categories: the house